চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সারাদেশে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ণ

ফণীর প্রভাবের পর শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করেছে সারাদেশে। গতকাল শনিবার সারাদেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের পর তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ রবিবার (৫মে) সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট