চট্টগ্রাম শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

তিনদিনের মধ্যে বাড়তে পারে ঝড়-বৃষ্টি

২১ মে, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

দেশে ঝড়-বৃষ্টি একেবারেই কমে গেছে। রাজধানী ঢাকায়ও গত দুদিন ধরে কোন বৃষ্টি নেই। পাল্লা দিয়ে বাড়ছে গরম। আজ রবিবার (২১ মে) সকালে থেকেও ঢাকায় আকাশে ঝলমলে রোদ। তবে আগামী তিনদিনের মধ‌্যে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (২০ মে) সকাল থেকে রবিবার (২১ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগ ছাড়া দেশের অন‌্যান‌্য অংশ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এছাড়া ডিমলায় ৪, তেঁতুলিয়ায় ১, রাজারহাটে ৭, শ্রীমঙ্গলে ১ ও কুতুবদিয়ায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট