চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বৃষ্টির প্রবণতা থাকবে আগামী তিনদিন

আবহাওয়া ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ৬:৪৬ অপরাহ্ণ

ভারতের ঊড়িষ্যা উপকূল ও তার পাশ্ববর্তী এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ২৫০ মিলিমিটার।

আজ রবিবার (২৫ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস দিলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৭৩ শতাংশ থাকলেও বিকালে তা বেড়ে ৮৩ শতাংশ হয়েছে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৬টা বেজে ১৬ মিনিট।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট