চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দু-তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৩ | ২:৪৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে কোথাও তাপমাত্রা বেড়েছে, আবার কোথাও কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে দু-তিনদিনের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা সামান্য কমলেও শীত পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী আছে। সারাদেশে আমাদের ম্যানুয়াল স্টেশন আছে ৪৩টি। এর মধ্যে মাত্র দুটি স্টেশনের তাপমাত্রা কমেছে। তবে আজকের পর হয়ত এসব জায়গাতেও তাপমাত্রা বাড়বে।

বৃষ্টি হওয়ার কোনো আভাস আছে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আর শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও সেটা পরিমাণে কম হবে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিলো শ্রীমঙ্গলে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সকালে সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এসময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট