চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

তাপমাত্রা কমলেও থাকছে হালকা শীত

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে কমছে তাপমাত্রা। চট্টগ্রামে গতকাল একদিনে ৩ ডিগ্রি কমে হালকা শীত অনুভূত হয় সন্ধ্যার দিকে। আগামী তিন দিনে সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ: উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-২০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

 

আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয়: আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।

 

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টায় ৯ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১১টা ৩৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ৪০।

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট