চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফেব্রুয়ারির শুরুতে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরে দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধিার এই প্রবণতা সর্বশেষ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়াবিদরা জানান, তাপমাত্রা বাড়া-কমার মধ্যে রয়েছে। দু’দিন পর তাপমাত্রা একটু কমতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।

গতকালের তাপমাত্রা: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: আজকের সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে।

জোয়ার-ভাটা: আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে রাত ১২টা ৪৩ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ৬টা ৩৯ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ১২টা ৫৮ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট