চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, বৃষ্টি বাড়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২২ | ১:২৬ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১ অক্টোবর) আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ু বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট