চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সে সাথে এসব বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টা ৩০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৬টা ৫৯ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১২টা ৩৫ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট