চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রয়েছে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৫১ পূর্বাহ্ণ

আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পরবর্তী তিনদিন এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টা ৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৬টা ২৯ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১২টা ১১ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট