চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২ | ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এসব বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) সক্রিয়তা কমে যাওয়ায় গত কিছুদিন ধরে সারাদেশে বৃষ্টির প্রবণতা কম। সম্প্রতি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বাতাসের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দু’এক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ-দক্ষিণ/পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২-১৮ কি. মি. বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩৫-৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টা ২৩ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৬টা ৪১ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১২টা ৩২ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট