চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

আজকের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল বুধবার চট্টগ্রাম আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার আকারে ৩৫-৪৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টা ৪৬ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৭টা ১৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৭টা ৫০ মিনিটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট