চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও!

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ

আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

সোমবার (১৬ মে) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুর, রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৯২ মিলিমিটার।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট