চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক 

২৮ জানুয়ারি, ২০২২ | ১২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামসহ সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা জানালেন চট্টগ্রাম আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃৃত রয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস বলেন, চট্টগ্রামে আজ আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বাতাসের দিক ও গতিবেগ : উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮-১২ কি. মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে।

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে গত রাত ৩টা ২২ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৯টা ১৫ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১০টা ২মিনিটে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট