চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক 

১৪ জানুয়ারি, ২০২২ | ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো বৃষ্টি হয়নি। তবে আজ চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানান চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর।

শীতের মাস পৌষ শেষ হতে চলেছে। কিন্তু চট্টগ্রামে এখনো সেইভাবে শীতের দেখা  মিলেনি। তবে গত দুদিন ধরে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এরফলে বাড়ছে তাপমাত্রা।

বৃষ্টির পর চট্টগ্রামসহ সারাদেশে শীত নামতে পারে। আরো ২৪ ঘণ্টা চট্টগ্রামে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বাতাসের দিক ও গতিবেগ: উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘন্টায় ৮-১২ কি. মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।

জোয়ার-ভাটা: আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে ভোর ৫টা ৩১ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ১১টা ১৯ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট