চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

২২ অক্টোবর, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ

গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। অন্যদিকে, তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। এসময়ে সবেচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় (৮৭ মিলিমিটার)।

আবহওয়াবিদরা জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে, বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে আসতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি আরও কমে যেতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো বাতাসের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।

জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১টা ৩২ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৮টা ১৮ মিনিটে। দ্বিতীয় ভাটা  শুরু হবে দুপুর ১টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ১৭ মিনিটে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট