চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদের দিন চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২১ | ২:৫৩ অপরাহ্ণ

মহামারি করোনা সংক্রমণের মধ্যে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ঈদুল আজহার মধ্যেও চট্টগ্রামসহ দেশের অনেক জেলায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসসূত্রে জানা যায়।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম  জানান, আগামীকাল ঈদের দিনে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মঙ্গলবারের তুলনায় বৃষ্টি কমে আসবে। আর ঢাকায় এদিন ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামীকাল সকালে দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট