চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক

২০ জুন, ২০২১ | ১:০৩ অপরাহ্ণ

দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ রবিবার (২০ জুন) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। তবে কাল ও পরশু কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।  

পূর্বাভাসে আরো বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিকেল ৪টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

অবশ্য পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

রবিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া খেপুপাড়ায় ৯৯, মাদারীপুরে ৮৩ এবং মোংলায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট