চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দাবদাহ চলতে পারে আরও ৪-৫ দিন

অনলাইন ডেস্ক

১৮ মে, ২০২১ | ১:৫৬ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ আরও চার থেকে পাঁচ দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহীর কিছু এলাকা, পাবনা, রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদি কোর্ট ও ফেনীর ওপর দিয়ে এই দাবদাহ প্রবাহিত হচ্ছে। যা আরও চার থেকে পাঁচ দিন চলতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু এলাকাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং কুমিল্লার কিছু এলাকায় হালকা ঝড় অথবা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রার কিছুটা তারতম্য হতে পারে।

সোমবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৮ দশমকি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট