২ মার্চ, ২০২১ | ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য স্থানে দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। আর তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পূর্বাভাসে আরো বলা হয়, তবে মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 389 People