চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে আবহাওয়া

আবহাওয়া ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ

সারাদেশে আজ শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, ‘দিন মেঘলা হয়ে আছে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কোথাও ছিঁটেফোটা বৃষ্টি হতেও পারে। আজকের দিনের তাপমাত্রাও কমবে, রাতের তাপমাত্রাও কমবে। কাল রবিবার রোদ উঠবে, তাই দিনের বেলা তাপমাত্রা বেড়ে যাবে। তবে রবিবার রাতে তাপমাত্রা কম থাকবে। আগামী দুইদিনে রাতের তাপমাত্রা একটু কম থাকবে।’

‘কয়েক দিন ধরেই মেঘ আসছে, আবার যাচ্ছে। ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময়টা পরিবর্তনের মধ্যে পড়েছে। শীত থেকে গরমের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য এগুলো হচ্ছে’, যোগ করেন এ আবহাওয়াবিদ।

আবদুর রহমান আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা গরমে গেছি। এখন শীতের প্রভাব ওইভাবে আর নেই। গত দুই-তিনদিন রাতে গরম গরম ভাব ছিল, সেটা আগামী দুই দিন কম থাকবে রাতে। গরমই চলছে। দিন দিন এখন গরমের দিকেই যাবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট