১০ জানুয়ারি, ২০২১ | ৯:৫৬ অপরাহ্ণ
আবহাওয়া ডেস্ক
বাংলাদেশে আবহাওয়া অনুযায়ী জানুয়ারি মাস শীতল মাস হিসেবে পরিচিত। কিন্তু তা সত্ত্বেও বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুর কারণে বছরের প্রথম মাসেই উষ্ঞ আবহাওয়ার টের পাওয়া যাচ্ছে। তবে আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকেই দ্রুত তাপমাত্রা কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দেশের উত্তরাঞ্চল হয়ে শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা কমে আসবে। দুই-তিন দিনের মধ্যেই পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে আসবে। তবে শৈত্যপ্রবাহের সময়ও ঢাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আমরা সাধারণত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকেই শীতকাল ধরে থাকি। তবে এবার আগেই শীত শুরু হওয়ায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 374 People