চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩

সর্বশেষ:

কাল থেকে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০১৯ | ৩:১৪ পূর্বাহ্ণ

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকবে এবং শুক্রবার থেকে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হওয়ার

সম্ভবনা রয়েছে। আজকের আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া প্রধানত প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ/পশ্চিম-দক্ষিণ দিক হতে ঘণ্টায় ১২-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে রাত ৪ টায় এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ১০ টা ৭ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১০টা ২১ মিনিটে।

শেয়ার করুন