চট্টগ্রাম বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩

এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০১৯ | ৩:৩০ পূর্বাহ্ণ

ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে ২ হাজার ১৭০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৮৫ কি.মি দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ২ হাজার হাজার ১৮৫ কি.মি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২ হাজার ১৩৫ কি.মি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গতকাল শুক্রবার বিকেলে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নি¤œচাপ কেন্দ্রের ৪৪ কি.মি এর মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে রাত ১টা ৩ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ৭টা ২৩ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ১টা ২৬ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ৭টা ৪৩ মিনিটে।

শেয়ার করুন