চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৬০ লাখ তালগাছ রোপণ বজ্রপাত ঠেকাতে

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৯ | ২:২৪ অপরাহ্ণ

এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস বাংলেোদশে বজ্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। গত তিন বছরে সারাদেশে শুধু বজ্রপাতেই মারা গেছেন ৭৩০ জন। বজ্রপাতের ঝুঁকি কমাতে গত তিন বছরে দেশব্যাপি প্রায় ৬০ লাখ তাল গাছের চারা লাগিয়েছে সরকার। এই উদ্যোগ বজ্রপাত ঠেকাতে কার্যকর ভুমিকার পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এর সুফল পেতে কিছুটা সময় লাগবে।

বুয়েটের বজ্রপাত বিশেষজ্ঞরা বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ লাগানোর উদ্যোগকে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এর সুফল পেতে কিছুটা লাগবে সময়। একেকটি গাছ বড় হতে সময় লাগবে অন্তত ১০ বছর। ততদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সুতরাং, এখন বজ্রপাত থেকে রক্ষা পেতে সতর্ক হওয়া ছাড়া কোনো পথ দেখছেন না বিশেষজ্ঞরা। এখন সাধারণ মানুষকে সচেতন ও বজ্রপাত সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস জোরদার করার তাগিদ দিচ্ছেন বজ্রপাত বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীসহ দেশের বড় বড় শহরে অসংখ্য মোবাইল টাওয়ারের থাকার কারণে বজ্রপাতে মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ছে। তাল গাছ হতে পারে সবথেকে ভাল সমাধান। এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই প্রধান কারণ হিসেবে মনে করছেন সরকার ও দুর্যোগ বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট