চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী (ইউনুস মুন্সি) এবং যুবলীগ নেতা ফরহাদুল আলম ও মোহামদ হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক অভিযানে বাঁশখালী উপজেলা পরিষদ গেইট জলদী থেকে চেয়ারম্যানকে, এছাড়া পুইছড়ি মিয়া মার্কেট এবং কালিপুর ইউনিয়নের গুণাগরী থেকে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষেশ অভিযানে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রত্নপুর গ্রামের বাসিন্দা মৃত মুন্সি খায়ের আহমদ চৌধুরীর ছেলে রেজাউল করিম চৌধুরী এবং অপর অভিযানে নাশকতা মামলার আসামি পুইছডি ইউনিয়নর নুর আলম চৌধুরীর ছেলে ফরহাদুল আলম ( ৩৩) এবং কালিপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী থেকে হোসেনুজ্জামানের ছেলে মোহাম্মদ হেলালকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা এলাকা হতে চেয়ারম্যান এবং পুইছডি ও কালিপুর ইউনিয়ন হতে যুবলীগ নেতাদের গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/অনুপম/পারভেজ