চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পর্যটকশূন্য হয়ে পড়ছে খাগড়াছড়ি

দফায় দফায় অবরোধ

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি

১৩ নভেম্বর, ২০২৩ | ১:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি বিএনপির দফায় দফায় অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন স্পটগুলো। দফায় দফায় বিএনপির টানা সড়ক অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। অবরোধে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকশূন্য হয়ে পড়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। এতে আর্থিক ক্ষতির মুখের পর্যটন ব্যবসায়ী।

 

পর্যটন খাতকে অবরোধের আওতামুক্ত রাখার দাবি ব্যবসায়ীদের। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলাসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা গেছে এ চিত্র। কয়েকদিন আগেও পর্যটকে মুখরিত থাকলেও এখন সুনসান নীবরতা। শীতের শুরুতে পর্যটন মৌসুম হলেও বিএনপির টানা দফায় দফায় অবরোধের ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে খাগড়াছড়ি।

 

খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা ছাড়াও রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনী লেক, হাতির মাথাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন সুনসান নীবরতা বিরাজ করছে। বছরের এ সময়ে পর্যটকে মুখরিত থাকতো এ স্পটগুলো। কিন্তু এবারে অবরোধের ফলে এ চিত্র পাল্টে গেছে। অনেকেই হোটেল-মোটেল বুকিং বাতিল করে দিয়েছে। অবরোধের ফলে পর্যটকের সংখ্যা একেবারেই কমে গেছে দাবি ব্যবসায়ীদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 

 

হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা জানান, আমাদের এখানে বছরের এ সময়ে প্রচুর পর্যটক থাকে। কিন্ত এবারে ভিন্ন চিত্র। পর্যটক নেই বললেই চলে। পর্যটক না আসায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বলেও তিনি জানান।

 

দফায় দফায় অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে ঢাকাসহ সারাদেশে সাথে বাস চলাচলও বন্ধ রয়েছে। অবরোধের ফলে বাস চলাচল না করায় পর্যটক কমে গেছে। ভরা মৌসুমে পর্যটক না থাকায় হতাশ ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘ হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। একই সাথে বেকার হয়ে পড়েছে বাস ও পর্যটনখাতের পরিবহন শ্রমিকরা।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন