চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মাইক্রোবাসে ২২১ বোতল ফেন্সিডিল, সীতাকুণ্ডে চালক ধরা

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ইঞ্জিনের ওপরে করে ফেন্সিডিল পাচারের সময় মো. আবু তাহের (৪১) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় ২২১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

 

গ্রেপ্তার আবু তাহের ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক এলাকার মৃত নুরুল হুদার ছেলে।

 

শুক্রবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, ফেনী থেকে মাইক্রোবাসে করে চট্টগ্রামে ফেন্সিডিল আনার খবর পেয়ে গতকাল শুক্রবার ভোরে সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি শুরু করা হয়। এসময় একটি মাইক্রোবাসকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। মাইক্রোবাস থামানোর পর চালক কৌশলে পালানোর সময় চালক আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়ির ইঞ্জিনের কাভারের নিচ থেকে দুটি বস্তার ভেতর থেকে ২২১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে। ভাড়া গাড়িতে যাত্রী পরিবহনের নামে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তার আসামি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট