চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় মো. আনোয়ার (৬০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের জব্বার আলী সারাং বাড়ির জালাল আহাম্মেদের মেজ ছেলে।

 

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

হাটহাজারী পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নাজির ভবনের চতুর্থ তলার (ডি-১) ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান।

 

তিনি জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।উদ্ধারকালে মরদেহটি বসতঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।

পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আনোয়ার পরিবারের লোকজনের সাথে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। পরিবারের সদস্যদের তিনি আগে চলে যেতে বলেন। পরে যাবেন বলে কিন্তু তিনি (আনোয়ার) বিয়েতে যাননি। তাঁর পরিবারের সদস্যরা সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন পরনের শার্টে ফাঁস লাগানো অবস্থায় আনোয়ারের মরদেহটি জানালার সাথে ঝুলে ছিল।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর মরদেহেটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরুত হাল রিপোর্ট পাওয়া গেলে ঘটনার সত্যতা পাওয়া যাবে।

 

পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট