চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের সুবাদে সুবিধায় ‘বিএনপি’

৯ জুন, ২০২২ | ১১:৫১ পূর্বাহ্ণ

মুহাম্মদ নাজিম উদ্দিন 

 

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ভোটগ্রহণ হবে ১৩ ইউনিয়নে। একটি ইউনিয়নে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর ১২ ইউনিয়নেই সরব রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলীয় নেতাকর্মীরা। আ. লীগ বিদ্রোহীদের ওপর ভর করে মাঠে সুবিধাজনক অবস্থায় রয়েছেন সেই ‘স্বতন্ত্র’ প্রার্থীরা। আগামী ১৫ জুন বাঁশখালীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান শতভাগ সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্দেশনা দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ নির্দেশনা দিয়েছেন তিনি। জেলা প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ওই সভায় নৌকা প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়-ভীতির অভিযোগ করেছিলেন প্রার্থীরা। নির্বাচনে ১২ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীদের চোখ রাঙাচ্ছেন। তবে ১৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। বিদ্রোহীদের ওপর ভর করে মাঠে ভালো অবস্থানে রয়েছেন বিএনপিদলীয় স্বতন্ত্র প্রার্থীরা। আর চারটি ইউনিয়নে সুবিধায় রয়েছেন জামায়াত ঘরনার প্রার্থীরা। চাম্বল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী ‘ইভিএম বাটন টিপে দেওয়ার লোক থাকবে’ বলে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের আশঙ্কায় নির্বাচন বন্ধ করে দেয়া হয়। আরেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের রাজনীতি চার নেতাকে ঘিরে চার ভাগে বিভক্ত। ঘরোয়া রাজনীতির প্রভাব পড়েছে ভোটের মাঠে। দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের সবাই চার নেতার অনুসারী।
কাথরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে লড়ছেন মোহাম্মদ ইবনে আমিন। তার সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন চৌধুরী। বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম। মাঠে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও এম বখতেয়ার উদ্দিন চৌধুরী। বিএনপি প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ লোকমান। কালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নোমান। বিএনপি প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান চৌধুরী। শেখেরখীল ইউনিয়নে আ. লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন। বিএনপির শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী ও জামায়াত ঘরনার মো. মোরশেদুল ইসলাম ফারুকী স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের কোন্দলে ভালো অবস্থানে রয়েছেন বিএনপি ও জামায়াত ঘরনার প্রার্থীরা। শীলকূপ ইউনিয়নে আ. লীগ প্রার্থী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কায়েশ সরোয়ার সুমন। বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। বিএনপি ঘরনার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও জামায়াতের প্রার্থী মাওলানা জাফর আহমদ। গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ শিহাবুল হক সিকদার। বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সদস্য সেলিম উল্লাহ। বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ লেয়াকত আলী। জামায়াত ঘরনার প্রার্থী সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ। পুঁইছড়ি ইউনিয়নে আ. লীগ প্রার্থী জাকের হোসেন চৌধুরী। বিদ্রোহী তারেকুর নুর মোহাম্মদ ফরহাদুল আলম রহমান। জামায়াতের মোহাম্মদ সোলেমান ও বিএনপি ঘরনার রেজাউল আজিম মাঠে রয়েছেন। ছনুয়া ইউনিয়নে আ. লীগ প্রার্থী মুজিবুর রহমান। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। বিএনপি ঘরনার প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী। বিদ্রোহী প্রার্থী উপজেলা তাঁতী লীগের সভাপতি মনছুর আলম। বিএনপি ঘরনার প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম। সরল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইমরানুল হক। বিএনপি ঘরনার প্রার্থী জাফর আহমদ ও লিয়াকত আলী তালুকদার। পুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বোরহান উদ্দিন। বিদ্রোহী প্রার্থীরা হলেন দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আকতার হোছাইন। বিএনপি ঘরনার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসহাব উদ্দিন। সাধনপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি খন্দকার সালাউদ্দিন কামাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী। বিএনপি আশেক এলাহী সোহেল। খানখানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন। বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক চৌধুরী। বিএনপি ঘরনার প্রার্থী জাহেদুল হক ও নজরুল ইসলাম চৌধুরী।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট