চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রান্না-ঘরের কিছু টিপস

২৬ ডিসেম্বর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

– পাউরুটি বাসি হয়ে গেলে রুটির উপর সামান্য পানি বা দুধ ছিটিয়ে ওভেনে গরম করুন।
– আশটে গন্ধ সাবান দিয়ে ধুলেও যেতে চায় না। সরিষার তেল হাতে ঘষুন।
– হাত থেকে হলুদের দাগ দূর করতে কাপড় কাচা সোডা বা সিদ্ধ আলুর খোসা হাতে ঘষুন। পরে পানিতে হাত ধুয়ে নিন।
– ফ্রিজে তেলাপোকা ঢুকলে, চারটি এসগ্রো ট্যাবলেট নিয়ে ডিম রাখার তাকে রেখে প্রতি তিনমাস পর পর ট্যাবলেট বদলাবেন।
– আপেল বেশীক্ষণ কাটা থাকলে লালচে হয়ে যায়। ১
চা- চামচ লবণ পানিতে কাটা আপেল ডুবিয়ে রাখুন। দশ মিনিট পর সেগুলো লবন পানি থেকে তুলে নিন।
(চলবে)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট