চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ময়লা জমেছে বেসিনের পাইপে, কী করবেন?

৭ নভেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

নানা কারণে বেসিনের পাইপে ময়লা জমে বন্ধ হয়ে যেতে পারে। চর্বিজাতীয় খাবার পড়ে সাধারণত বন্ধ হয়ে যায় এই পাইপ। ফলে পানি নির্গমন বন্ধ হয়ে পড়তে হয় বিড়ম্বনায়। তবে খুব সহজেই জ্যাম হয়ে থাকা পাইপ পরিষ্কার করতে পারেন। দেখুন-
বেকিং সোডা ও লবণ : আধা কাপ বেকিং সোডার সঙ্গে ১/৪ কাপ লবণ মিশিয়ে ঢেলে দিন বেসিনে। এবার ১ কাপ ভিনেগার গরম করে ঢেলে সঙ্গে সঙ্গে আটকে দিন বেসিনের ড্রেনের অংশ। ৩০ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।
লবণ ঢালুন বেসিনে : ১ কাপ লবণ ঢালুন বেসিনে। এক কেটলি গরম পানি নিয়ে ধীরে ধীরে পুরোটা ঢেলে দিন লবণের উপরে। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ফুটন্ত গরম পানি : ফুটন্ত গরম পানি ঢালুন বেসিনে। ১ কাপ বেকিং সোডা দিয়ে অপেক্ষা করুন। মিনিট কয়েক পর সমপরিমাণ ভিনেগার ও গরম পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন।
[সূত্র: ব্রাইট সাইড]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট