চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফায়ার এক্সটিংগুইশার মেইন্টেনেন্সের কিছু টিপস

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ | ৫:৪১ অপরাহ্ণ

একটি ফায়ার এক্সটিংগুইশার হতে পারে আপনার জীবন বাঁচানোর অন্যতম উপাদান। অগ্নি নির্বাপক যন্ত্রের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাম্প্রতিক যেসব অগ্নি দুর্ঘটনা ঘটেছে তা থেকে মানুষ অনেক সচেতন হয়েছে। এখন অনেকের ঘরেই রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। তবে শুধু ঘরে রেখে দিলেই হবে না, সময় মতো কাজ করার জন্য এর নিয়মিত মেইন্টেনেন্স ও প্রয়োজন। চলুন বিডিস্টল’র সৌজন্যে জেনে নেই ফায়ার এক্সটিংগুইশার মেইন্টেনেন্সের কিছু টিপস।

১। ধুলো, তেল বা গ্রিজের জন্য প্রতিটি অগ্নি নির্বাপকের বাইরের অংশটি পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুসারে এটি পরিষ্কার করুন।

২। আপনার অগ্নি নির্বাপক যন্ত্রটিকে ব্র্যাকেটে ফিরিয়ে দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি সঠিকভাবে ইনস্টল হয়েছে।

৩। অগ্নি নির্বাপক প্রেসিং বাটন আটকে থেকে ক্ষতিগ্রস্থ হতে পারে, সুতরাং এগুলি নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

৪। আপনার অগ্নি নির্বাপক যন্ত্র পুরোপুরি গ্যাস ফিল করা হয়েছে তা নিশ্চিত করুন। যখন আপনার এটির প্রয়োজন হয় তখন ধারাবাহিক চাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ। তাই সবসময় খেয়াল রাখুন গ্যাস যেন পরিপূর্ণ থাকে।

৫। এটি যদি ১0 বা তারও বেশি বছর আগের হয় তবে আপনি একটি এটি পরিবর্তন করে নতুন অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে নেন।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট