চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লুঙ্গি-গেঞ্জি পরে ট্রাক চালালেই জরিমানা!

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৩১ অপরাহ্ণ

চলতি জুলাই মাসে ভারতের সংসদে পাস হয়েছে মোটর ভেহিকেলস সংশোধনী বিল। ১ সেপ্টেম্বর থেকেই এই আইন দেশের অনেক রাজ্যে কার্যকর করা হলেও পশ্চিমবঙ্গে এ আইন এখনো কার্যকর হয়নি। সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে।

এসবের ধারাবাহিকতায় ভারতের উত্তরপ্রদেশ সরকারের সংশোধিত মোটর ভেহিকেলস আইনে কার্যকর করা হচ্ছে নতুন পোশাক বিধি। সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী, লুঙ্গি পরে ট্রাক চালালে এখন থেকে ২,০০০ টাকা জরিমানা গুনতে হবে চালককে। নতুন এই আইন অনুযায়ী, লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালাতে গিয়ে ধরা পড়লে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে ওই চালককে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, এখন থেকে উত্তরপ্রদেশে ট্রাক চালকদের শার্ট বা টি-শার্ট আর ফুল প্যান্ট বা ট্রাউজার পরতে হবে। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই জুতো পরতে হবে।

লখনৌয়ের ট্রাফিক দপ্তরের এএসপি পূর্ণেন্দু সিং জানান, বর্তমানে মোটর ভেহিকেলস এক্ট ২০১৯-এর ১৭৯ ধারা অনুযায়ী, ‘ড্রেস কোড’ না মানার ক্ষেত্রে জরিমানা করা হবে ২ হাজার টাকা।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট