চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কভার লেটারে বেতনের কথা উল্লেখ করবেন যেভাবে

২৯ আগস্ট, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

চাকরি খোঁজার সময় বেতনের বিষয়টি খুব নাজুক। আপনি কাজ খুঁজছেন, কিন্তু বিনা বেতনে কাজ করতে চান না নিশ্চয়ই। তবে আপনার কাক্সিক্ষত বেতনের কথা নিয়োগদাতাদের জানালে অনেক সময় তা ক্ষতিকর হতে পারে। তাই চাকরি নেয়ার আগে কভার লেটারে আপনার বেতনের বিষয়টি তুলে ধরুন সাবধানে।
* কৌশল অবলম্বন করুন : কভার লেটারে আপনার বেতনের বিষয়টি উল্লেখ করুন কৌশলে। সরাসরি বেতন কত চান, তা না লিখে আপনি লিখতে পারেন- ‘চাকরি নেয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বেতনকে একটি বিষয় বলে মনে করি আমি। যদি চাকরিটার জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হই, তাহলে এ ব্যাপারে একবার আলোচনা করতে চাই আমি।’
* কাক্সিক্ষত একটি বেতন সীমা দিন : আপনার বেতন নির্দিষ্ট করে না উল্লেখ করে বরং একটি কাক্সিক্ষত বেতন সীমা উল্লেখ করতে পারেন কভার লেটারে। যেমন: ‘চাকরির বিজ্ঞাপনে যে দায়িত্বের কথা বলা হয়েছে, তার পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে আমার অবদানের কথা বিবেচনা করে ও চাকরির বাজার অনুধাবন করে প্রতি বছর আমার কাক্সিক্ষত বেতন (——) থেকে (——) হওয়া উচিত।’
* নির্দিষ্ট বেতনের কথাও উল্লেখ করতে পারেন : যদি চাকরির বিজ্ঞাপনে বেতন নিয়ে আপনার আকাক্সক্ষার কথা জানাতে বলা হয়, তাহলে লিখতে পারেন- ‘চাকরির বিজ্ঞাপনে যে দায়িত্বের কথা বলা হয়েছে, তার পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে আমার অবদানের কথা বিবেচনা করে ও চাকরির বাজার অনুধাবন করে প্রতি বছর আমার কাক্সিক্ষত বেতন (——) হওয়া উচিত।’
তবে যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে, তা হলো চাকরিটা আপনার খুব প্রয়োজন হলেও কভার লেটারে বা ইন্টারভিউতে বেতন নিয়ে বেশি কথা বলবেন না। আপনার দুর্বলতা যেন নিয়োগদাতা টের না পান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট