চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্তান বিপথগামী হলে কী করবেন?

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০১৯ | ৬:১৬ অপরাহ্ণ

বাবা-মায়ের অজান্তেই আদরের সন্তান কখন যে মাদকে আসক্ত হয়ে পড়ে, অনেক বাবা-মা তা টেরই পান না। যখন বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়। তাই কী করে বুঝবেন আপনার সন্তান মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, চলুন জেনে নেয়া যাক।

১. নতুন নতুন মাদক গ্রহণের ফলে শরীরে বেশ কিছু হরমোনের নিঃসরণ ঘটে, যার ফলে মেজাজ সব সময় খিটখিটে থাকে। এতে সন্তানকে কিছু বললেই দেখা যায় কথায় কথায় বিরক্ত হয়ে যাচ্ছে কিংবা ভয়ংকরভাবে রেগে উঠছে। সন্তানের এমন আচরণ প্রকাশ পেলে তার ব্যাপারে সাবধান হোন।

২. সন্তান নেশায় আসক্ত হয়ে পড়লে ঠিকমতো খাওয়া-দাওয়া না করা, সারারাত না ঘুমানো, বাইরে যাওয়ার মতো ঘটনা বেশি বেশি ঘটতে পারে। এছাড়া এলোমেলো অপ্রাসঙ্গিক কথাবার্তাও বলতে পারে নেশা করে ফিরলে। এক্ষেত্রেও সন্তানের দিকে বিশেষ নজর দিতে হবে।

৩. সন্তান কোথায় যায়, কী করে, এ খবর অভিভাবকের জানা থাকা দরকার। কোন বন্ধুর সঙ্গে মিশছে, কেন মিশছে, এসব জানা থাকলে সন্তানের বিপথগামী হওয়ার আশঙ্কা অনেক কম থাকে। তাই সন্তান কখন কোথায় যায় সে খবর জানার চেষ্টা করুন।

৪. তারা বন্ধু-বান্ধব নিয়ে দরজা-জানালা বন্ধ করে আড্ডা দিতে পছন্দ করে। এমন অবস্থা ঘন ঘন হলে সতর্ক হোন। ঘরে বসেই আপনার সন্তান নেশাদ্রব্য গ্রহণ করে চলেছে আপনি কিছুই টের পাচ্ছেন না। এক্ষেত্রে সবার সামনে আড্ডা দেয়ার অভ্যাস গড়ে তুলুন।

৫. যদি দেখেন সন্তান হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে, তবে সতর্ক হোন। পরীক্ষার ফল হঠাৎ করেই খারাপ হতে শুরু করলেও সন্তানের খোঁজখবর বাড়ান। শুধু নেশা ছাড়াও অন্য কোনো কারণেও এমনটা হতে পারে। এ ক্ষেত্রে সহায়তা করুন। সঙ্গ দিন।

৬. সন্তানের হাতখরচের চাহিদা বেড়ে গেলে সতর্ক হয়ে উঠুন। কোথায় খরচ বেশি করছে খোঁজ নিন। খেয়াল রাখবেন সন্তানের প্রতি বিশ্বাস হারাবেন না। যদি সত্যিই সে মাদকের নেশায় জড়িয়ে যায়, তাহলে তাকে সুন্দর উপায়েই এ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট