চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টয়লেটের সিটের চেয়ে বেশি জীবাণু পানির বোতলে

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২৩ | ৯:৫৩ অপরাহ্ণ

পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলে সাধারণ টয়লেটের সিটের চেয়ে প্রায় ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য মিলেছে।

 

গবেষণার জন্য পানির বিভিন্ন ধরনের বোতলের ছিপি ও বোতলের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক একদল গবেষক। সংগৃহীত নমুনায় গ্রাম নেগেটিভ রড ও ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়া শনাক্ত করেন তাঁরা। গবেষকরা বলেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ হতে পারে। আর নির্দিষ্ট ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে।

 

বোতলগুলো কতটা পরিচ্ছন্ন, তা নির্ণয় করতে গৃহস্থালির আসবাবের সঙ্গে এর তুলনা করা হয়। গবেষকরা দেখতে পান, এসব বোতলে রান্নাঘরের বেসিনের তুলনায় দ্বিগুণ, কম্পিউটারের মাউসের তুলনায় চার গুণ এবং পোষা প্রাণীর পানির পাত্রের তুলনায় ১৪ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আণবিক জীবাণুবিজ্ঞানী অ্যান্ড্রু এডওয়ার্ডস বলেন, মানুষের মুখে প্রচুর পরিমাণ ও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। তাই পানির বোতলে জীবাণু থাকার বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়

 

ইউনিভার্সিটি অব রিডিংয়ের জীবাণুবিজ্ঞানী সাইমন ক্লার্ক বলেন, ‘পানির বোতল বিপুলসংখ্যক ব্যাকটেরিয়ার প্রজননক্ষেত্র হলেও এটি ততটা বিপজ্জনক নয়। পানির বোতল থেকে কারো অসুস্থ হওয়ার কথা আমি কখনোই শুনিনি।’ সূত্র : এনডিটিভি

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট