চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামরুল দেহের কোষ ধ্বংস প্রতিরোধে সহায়তা করে

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ

বর্তমান মৌসুমটা ফলের। এসময় অনেক ফলের মধ্যে সবার কাছে সুপরিচিত একটি ফল হলো জামরুল। দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় এই ফল। জামরুল সাধারণত দুই রকমের হয়ে থাকে। সাদা এবং লাল। জামরুলে ভিটামিন সি ও ফ্লাবিনয়েড (এন্টিঅক্সিডেন্ট) থাকায় ক্যান্সার ও কোষের ধ্বংস রোধ করে। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধক শ্বেতকণিকা তৈরি করে। এটি ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে। জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টেরল তৈরিকে নিয়ন্ত্রণ করে। নিয়াসিন রক্তে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ ট্রাইগ্লিসারাইড কমায়। এতে সোডিয়াম না থাকা এবং এইচডিএলের মাত্রা বেশি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত জামরুল খেলে পাকস্থলীর হজমশক্তি বাড়ে।

শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হয় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ হয়। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য সংবহনতন্ত্রের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পটাশিয়াম থাকায় জামরুল পেশিকে শক্তিশালী করে এবং পেশির ব্যথা দূর করে। জামরুলে এক ধরনের হেপাটোপ্রটেক্টিভ উপাদান রয়েছে। যা অত্যন্ত সফলভাবে লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে। জামরুলে এন্টিহাইপারগ্লিসেমিক উপাদান থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে।  

পূর্বকোণ/এস 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট