চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসা জরুরি?

রাকিবুল হক

১ আগস্ট, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

সম্পর্কে টানাপড়েন থাকবেই। কিন্তু দিনের পর দিন এই টানাপড়েন চলতে থাকলে সেটা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সঙ্গীর সঙ্গে বসে আলোচনা করুন যেকোনও সমস্যায়। প্রয়োজনে নিজেরা দূরে কোথাও থেকে ঘুরে আসুন। তবে যদি কোনও কিছুতেই চলতি সমস্যার সমাধান না হয়, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। জেনে নিন সম্পর্কের কোন কোন বিষয়ে বুঝবেন সেটা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
– গুরুত্বপূর্ণ আলোচনা আজকাল আর একসঙ্গে বসে করা হচ্ছে না? তাহলে বুঝবেন পারস্পারিক গুরুত্ব কমে গেছে সম্পর্কে, যা মোটেই ভালো লক্ষণ নয়।
– সঙ্গীর প্রতারণার প্রমাণ পেলে সেই সম্পর্ক নিয়ে আর আগাবেন না।
– সঙ্গীর কাছে আপনি ‘টেকেন ফর গ্র্যান্টেড’ হয়ে গেছেন? এই সম্পর্ক থেকে সরে আসুন দ্রুত।
– সঙ্গীর চাইতে আজকাল যদি বন্ধু বা পরিবারের সঙ্গেই বেশি সময় কাটানো হয়, তবে বুঝবেন এই সম্পর্ক আর বেশি দূর এগুবে না।
– মানসিক দূরত্ব বাড়ছে? হাজার চেষ্টাতেও মেটানো যাচ্ছে না এই দূরত্ব? সম্পর্ক থেকে সরে আসাই ভালো সিদ্ধান্ত হবে।
– সঙ্গী অন্যের সামনে আপনাকে অপমান করছে? বুঝবেন সম্পর্কে শ্রদ্ধাবোধ আর নেই! এমন সম্পর্কে থাকার চাইতে সরে আসাই মঙ্গল।
– নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি সঙ্গী আলাপ করতে আগ্রহী না হয়, তবে বুঝবেন সম্পর্কের ভবিষ্যৎ নেই।
– সম্পর্ক নিয়ে মন থেকে সাড়া পাচ্ছেন না? সামাজিকতা রক্ষার খাতিরে টানছেন সম্পর্ক? সময় থাকতেই সরে আসুন!
তথ্য: বেস্ট লাইফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট