চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণের গহনার ‍উজ্জ্বলতা ফিরে পেতে যা করবেন

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২১ | ৪:১১ অপরাহ্ণ

স্বর্ণ কার না পছন্দ। কিন্তু অনেক দিন স্বর্ণ পড়ে থাকলেবা নিয়মিত ব্যবহার করলে দেখা যায় সোনার গহনা কিছুটা কালচে হয়ে যায়। তাই কিছু দিন পর পর সোনার দোকানে গিয়ে ওয়াস করিয়ে নিয়ে আসতে হয়।

আবার অনেকেই ডিটার্জেন্ট দিয়ে পরিস্কার করে থাকেন। তবে সাবান ব্যবহার করলে গহনার ময়লা পরিস্কার হলেও উজ্জ্বলতা কমে যায়। তাই স্বর্ণের গহনার উজ্জ্বলতা বাড়াতে আসুন জেনে নেই কিছু টিপস :

কোন মুদি বা মনিহারি দোকান থেকে রিঠা কিনুন। এই রিঠা হালকা আগুনে পোড়াতে হবে। এক সময় দেখা যাবে কস বের হচ্ছে। এই সময় ভালো করে পরিমাণমত পানি দিয়া রিঠাটা কিছু সময় ভিজিয়ে রাখুন। তারপর এর মধে গহনা দিয়ে হালকা গরম করে ভিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা। তারপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা পরিস্কার করুন। দেখবেন গহনা একদম নতুনের মতন চকচক করছে। সূত্র: সম্পূর্ণা ২৪
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট