চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিলিং ফ্যান সহজেই পরিস্কার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২১ | ১২:৩৬ পূর্বাহ্ণ

আমাদের নিত্যদিনের ব্যবহার্য প্রযুক্তির মধ্যে অন্যতম হচ্ছে সিলিং ফ্যান। সিলিং ফ্যান পরিস্কার করার কাজটা ঝামেলাযুক্ত মনে হলেও আপনি চাইলে কয়েকটি নির্দেশনা মেনে কাজটা সহজ করে তুলতে পারেন।

সহজেই যেভাবে করবেন পরিস্কার

১) প্রথমেই সতর্ক হয়ে নিন ফ্যানের সুইচ বন্ধ আছে কিনা। নতুবা ইলেকট্রিক শক লেগে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

২) সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না। ছোট মই ব্যবহার করুন।

৩) বিছানার উপর একটা পুরনো চাদর বা কাপড় বিছিয়ে দিন যাতে ফ্যানের ময়লা বিছানাতে না পড়ে। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিস্কার করে নিন ফ্যানের ব্লেড।

৪) শুরুতেই ভেজা কাপড় দিয়ে ফ্যানের ব্লেড মুছবেন না। তা না হলে ব্লেড পরিস্কার না হয়ে ব্লেডে ময়লা জমে থাকবে।

৫) পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে কভারের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। এর ফলে ব্লেডের ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিস্কার হবে।

৬) ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিস্কার করে নিয়ে, খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে ব্লেড পরিস্কার করুন।

৭) আপনার ফ্যানের ব্লেড ঝকঝকে এবং সুচারুভাবে পরিস্কার করতে চাইলে ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকের পাশাপাশি ফ্যানের ব্লেড ভালোভাবেই পরিস্কার হবে।

৮) সবশেষে শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

৯) ফ্যান ভালোভাবে শুকানোর পর সুইচ অন করে চালু করবেন। এতে বিদ্যুৎ বিভ্রাট ঘটার সম্ভাবনা থাকবে না।

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট