চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘শয়তানের জুতা’ নিয়ে নিউইয়র্কভিত্তিক কোম্পানির বিরুদ্ধে নাইকির মামলা

পূর্বকোণ ডেস্ক

৩০ মার্চ, ২০২১ | ১০:৫৭ অপরাহ্ণ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘শয়তানের জুতা’ তৈরির অভিযোগে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এমএসসিএইচএফ’এর বিরুদ্ধে মামলা করেছে অ্যাথলেটিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। এই জুতার সঙ্গে র‍্যাপার লিল নাস এক্স’রও সংযোগ আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জুতাটির লাল রঙের সোলে একফোটা মানুষের রক্ত ব্যবহার করার খবরও ছড়িয়েছে।

মামলায় নাইকি বলেছে, এমএসসিএইচএফ’র শয়তানের থিমে বানানো জুতায় পাতলা কালো এবং লাল রঙের ব্যবহারে ট্রেডমার্ক আইন লঙ্ঘিত হয়েছে, যা সোমবার ব্যাপকহারে বিক্রি হয়েছে। এই মামলায় যদিও লিল নাস এক্স-কে আসামি করা হয়নি।

নাইকি এয়ার ম্যাক্স-৯৭ নামের ওই কেডসে লাল রঙ ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে এক ফোঁটা মানুষের রক্ত আছে। একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ জুতা অল্পসংখ্যায় মাত্র ৬৬৬ জোড়া তৈরি হয়েছে। একজোড়া জুতার একটির পেছনে এমএসসিএইচএফ এবং অন্যটির পেছনে লিল নাস এক্স লেখা আছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতি জোড়া ‘শয়তানের জুতা’র দাম ছিল ১ হাজার ১৮ মার্কিন ডলার। সোমবার এক মিনিটেই অনলাইনে সব জুতা বিক্রি হয়ে গেছে।

যদিও শিল্পী লিল নাস এক্স এক টুইটে জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের মাধ্যমে ওই জুতা পেয়েছেন। এদিকে নিউইয়র্কের ফেডারেল আদালতে নাইকির ওই মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অনুমতি এবং অনুমোদন ছাড়াই ওই জুতা তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় নাইকি আদৌ সম্পৃক্ত নয়। অথচ এই জুতার কারণে বাজারে নাইকির নাম খারাপ হচ্ছে। তাদের সুনাম নষ্ট হচ্ছে। ‘শয়তানের জুতা’ নাইকি তৈরি করেছে এমন তথ্য ছড়িয়েছে। ফলে অনেক ক্রেতা নাইকি বর্জনের ঘোষণাও দিয়েছেন।

নাইকি আদালতের কাছে অনুরোধ জানিয়েছে, দ্রুত যেন এমএসসিএইচএফ-কে এই জুতা উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে আদালতের কাছে ক্ষতিপূরণ চেয়েও আবেদন করেছে প্রতিষ্ঠানটি। যদিও মামলার বিষয়ে র‍্যাপার লিল নাস এক্স ও এমএসসিএইচএফ’র কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২১ বছর বয়সী গ্র্যামি আওয়ার্ড বিজয়ী শিল্পী লিল নাস এক্স গত শুক্রবার একটি নতুন মিউজিক ভিডিও ছেড়েছেন। মনটেরো (কল মি বাই ইউর নেম) শিরোনামের এক গানে তাকে ‘শয়তানের জুতা’ পরে নাচতে দেখা যায়। অনেকে ওই জুতাকে শয়তানের শিংও বলেছেন। তথ্যসূত্র : জাগোনিউজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট