চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এ এফ রহমান ও প্রীতিলতা হল চ্যাম্পিয়ন

২৪ জানুয়ারি, ২০২০ | ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এতে ছাত্র বিভাগে এ এফ রহমান এবং ছাত্রী বিভাগে প্রীতিলতা হল চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চবি এ এফ রহমান হল ৫৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, আলাওল হল ৩৫ পয়েন্ট পেয়ে রানার আপ, ১৫ পয়েন্ট পেয়ে সালাউদ্দিন ও মো. রানা যৌথভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং উবায়েদ আবদুল্লাহ আদিব দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। ছাত্রীদের মধ্যে চবি প্রীতিলতা হল ৬০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, শামসুন নাহার হল ১৯ পয়েন্ট পেয়ে রানার আপ, ১৫ পয়েন্ট পেয়ে মাহজাবিন শুচি ব্যক্তিগত চ্যাম্পিয়ন সহ দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলসমূহের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়–য়া। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট