চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাল বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চট্টগ্রাম পর্বের খেলা শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২০ | ৭:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.’র আর্থিক পৃষ্ঠপোষকতায় ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র চট্টগ্রাম ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ সিকদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.’র জোনাল হেড মো. হাফিজুর রহমান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ ও ফেনীর সোনাপুর উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.’র জোনাল হেড মো. হাফিজুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল।

সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে, হকি কমিটি ভাইস চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ ও খালেদুজ্জামান দাদুল, যুগ্ম-সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, সদস্য কাজী মঈনুল হোসাইন, মুশফিকুর রহমান আরমান, আনিসুজ্জামান খান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট