চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ কিশোর ফুটবল

হৃদয়ের হ্যাটট্রিকে আব্দুস সোবাহানের বড় জয়

বালকদের অংশগ্রহণে বিপদ হতে পারে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২০ | ৩:১৯ পূর্বাহ্ণ

এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃৃতি অনূর্র্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে বড় জয় পেয়েছে পটিয়া উপজেলার অন্যতম সেরা ফুটবল দল আব্দুস সোবাহান। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রীণ দলকে। এতে হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন পটিয়া আব্দুস সোবহান ফুটবল দলের নজরুল ইসলাম হৃদয়। উল্লেখ্য এটি এবারের আসরের ২য় হ্যাটট্রিক। এর আগে এ লিগের প্রথম দিনের খেলায় প্রথম হ্যাটট্রিক করেছেন শোভনীয়া ক্লাবের রহিম। এছাড়া গতকাল একই মাঠে অনুষ্ঠিত অপর এক খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাদা দল ও আগ্রাবাদ কমরেড ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

গতকালের খেলার উল্লেখযোগ্য দিক ছিল আগ্রাবাদ গ্রীণ দলে ৯/১০ বছরের বালকদের অংশগ্রহণ। খেলাটি অনূর্ধ্ব-১৫ দলের হলেও ফাঁকফোঁকরে ১৬/১৭ বছরের ছেলেরাও এ লিগে অংশ নিচ্ছে। এর ফলে, যে কোন মুুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। মাইনর থেকে মেজর ইনজুরি এমনকি আরো মারাত্মক কিছু হওয়ার ব্যাপারে আশংকা করেছেন চট্টগ্রামের স্বনামধণ্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কোচ নজরুল ইসলাম লেদু। গতকালের খেলায় দেখা গেছে নওজোয়ান গ্রীণের কিশোর’রা ঠিকমতো বলও মারতে পারছিলোনা। কমরেড ক্লাবেও বদলী একজন নেমে বিপদের মুখোমুখি হতে পারতো। বিষয়গুলো কার দেখার দায়িত্ব ? কেউ কেউ বলছেন, বাছাই কমিটিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া উচিত ছিল। কারণ তারাতো ওদের দেখেছে। একটা বল মাথা, বুকে বা অন্য কোন সংবেদনশীল স্থানে এসে লাগলে মারাত্মক বিপদ হতে পারে। বয়সটা একেবারে কম এবং দু-দলের বয়সের তারতম্যের কারণে এভাবে বলা। তার উপর বয়সের তুলনায় মাঠও অনেক অনেক বড়।

গতকালের খেলায় নওজোয়ান গ্রীণ দলের বিরুদ্ধে ইচ্ছে করলে আরো অনেক বেশি বেশি গোলে জিততে পারতো পটিয়া আব্দুস সোবহান ফুটবল দল। কিন্তু হাফ ডজনের পর আর হয়নি বা ওরা দেয়নি। এতে হ্যাটট্রিকের পর মাহি ২টি ও আরাফাত হোসেন ১ গোল করেন। অপর ম্যাচে ৪০ মিনিটে আবু বক্করের গোলে এগিয়ে যায় আগ্রাবাদ কমরেড ক্লাব (১-০)। ৫৪ মিনিটে সমতা আনে বন্দর কর্তৃপক্ষ সাদা দলের আশরাফুল ইসলাম (১-১)।

আজকের খেলা: মাদারবাড়ী শোভনীয়া ক্লাব বনাম মির্জাপুর খেলোয়াড় কল্যান সমিতি (দুপুর ২টা) এবং আলোর ঠিকানা বনাম চান্দগাঁও স্পোর্টিং ক্লাব (বিকেল ৩টা ১৫ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট