চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২৩ জানুয়ারি, ২০২০ | ৩:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল চ.বি কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিক দৃঢ়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষার্থীদেরকে একদিকে যেমন শক্তি ও সাহস যোগায় অন্যদিকে প্রেরণার উৎসও বটে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন। এতে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতি ক্রীড়াবিদ রবিউল ইসলাম ও ঊষা চাকমা। অনুষ্ঠানে চ.বি. অনুষদসমূহের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলসমূহের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ মনোনিত ছাত্রদের ১৯টি ইভেন্টে ২০৮ এবং ছাত্রীদের ১১টি ইভেন্টে ১০১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কৃতি ক্রীড়াবিদ রবিউল ইসলাম আন্তঃবিশ^বিদ্যালয় ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনসহ কৃতিত্বের স্বাক্ষর রাখায় তাকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চ.বি. শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট