চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল শুরু

আলোর ঠিকানা ও শোভনীয়া ক্লাবের সহজ জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ)-র ব্যবস্থাপনায় এবং এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের পৃষ্টপোষকতায় এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃৃতি অনূর্র্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগ গতকাল থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলায় উদ্বোধনী খেলায় আলোর ঠিকানা ২-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যান সমিতিকে এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৬-০ গোলে রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। ২টি খেলার উল্লেখযোগ্য দিক ছিল শোভনীয়া ক্লাবের মনিরের আসরের প্রথম হ্যাটট্রিক। এম এ আজিজ স্টেডিয়ামে এ ২টি খেলার মাঝখানে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র ও সিডিএফএ সভাপতি আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সিডিএফএ সহ-সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ ও সিজেকেএস নির্বাহী সদস্য মো. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. আবদুল বাসেত, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম এবং এলিট পেইন্টের সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুলসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ লিগের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলাতেই দুই আলোচিত এবং অনেকের মতে সাম্ভাব্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিজ নিজ খেলায় জয় পেয়েছে। এ ২টি দলেরই কারিগর কিশোর ফুটবলের নতুন সেনশেসন মোশারফ হোসেন লিটন। চট্টগ্রামের আনাচে কানাচে বিভিন্ন উপজেলায় ট্রায়ালের মাধ্যমে তারই হাতে গড়া এ ২টি দলই প্রথম ম্যাচে নিজেদের সামর্থের পরিচয় দিয়েছে। দিনের প্রথম ম্যাচে আলোর ঠিকানা ২-০ গোলে জিতলেও আরো বেশি গোলে জিতলে অবাক হওয়ার মতো কিছুই হতো না। খেলার ১৬ মিনিটে রেজভীর গোলে এগিয়ে যায় আলোর ঠিকানা (১-০)। ৬৪ মিনিটে আসিফ গোল করে আলোর ঠিকানার জয় নিশ্চিত করে (২-০)।

অপর ম্যাচে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সামনে দাড়াতেই পারেনি রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থা। একচেটিয়া প্রাধান্য বিস্তার করে একে একে ছ-ছ’টি গোল আদায় করে নেয়। হ্যাটট্রিক করেছেন প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার রহিম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট