চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জয়ে শুরু সেরেনা-ওসাকার ১৫ বছরেই বাজিমাত কোকোর

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২০ | ১:৫২ পূর্বাহ্ণ

ভেনাস উইলিয়ামসের জন্ম ১৯৮০ সালে। ৩৯ বছর বয়সী এই টেনিস তারকা ক্যারিয়ারে গ্র্যান্ডস্লামসহ অনেক শিরোপা জিতেছেন। সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকার অভিজ্ঞতার কমতি নেই। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই তারুণ্যের কাছে হেরে গেলেন তিনি। তাকে যিনি হারিয়েছেন তার নাম কোকো গাফ। জন্ম ২০০৪ সালে।

বয়স মাত্র ১৫। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ভেসানকে হারিয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অভিষেকে প্রথম রাউন্ড থেকেই ভেনাসকে বিদায় করে দিয়েছেন। হারিয়েছেন সরাসরি সেটে ৭-৬ (৭-৫) ও ৬-৩। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন কোকো। নারী টেনিসের গেল ৩০ বছরের ইতিহাসে চতুর্থ কোনো খেলোয়াড় হিসেবে ১৬ বছর বয়স পার হওয়ার আগেই ৬টি বড় ম্যাচ জয়ের নজির স্থাপন করেছেন আমেরিকার নতুন এই টেনিস সেনসেশান। অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কোকো। এদিকে প্রত্যাশিত জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। আনাস্তাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন। যেখানে প্রথম সেট জিতেছেন ১৯ মিনিটে। অপর দিকে গতবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাওমি ওসাকাও প্রত্যাশিত জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। মারিয়ে বুজকোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন। পেত্রা কেভিতোভা জয় দিয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। চেক কাতেরিনা সিনিয়াকোভাকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন। এদিকে সহজ জয়ে বছরের শুরু করেছেন রজার ফেদেরার। তবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট