চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লা লিগার ধারাভাষ্য দিলেন জামাল ভূঁইয়া

২০ মে, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য শনিবার রাত ছিল মাহেন্দ্রক্ষণ। স্প্যানিশ লা লিগার রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচে স্টুডিওতে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের আমন্ত্রণে ১৭ মে দুবাই পৌঁছান জামাল। শুধু ধারাভাষ্য নয়, ম্যাচ বিশ্লেষণও করেছেন তিনি। ম্যাচের শুরুর আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভুত ডেনমার্কপ্রবাসী জামালের ফুটবল মাঠের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ এশিয়ার সেরা হোল্ডিং মিডফিল্ডারের নাম আসলে তার নামটিই উঠে আসে সবার আগে। খেলার মাঠে বড় বড় কত শত চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তিনি। তবে মাইক্রোফোন হাতে এটিই ছিল তার প্রথম পরীক্ষা। তাও কিনা আবার ফুটবলের সব থেকে বড় মঞ্চের একটি লা লিগাতেই। আর সেই মঞ্চে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন তিনি। দেশের ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনার জন্য ফুটবলাররা কাজ করছেন নিরলস। আর লাল সবুজের জার্সি গায়ে চড়ানো জামাল ভূঁইয়া দেশের গন্ডি পেরিয়ে প্রতিনিধিত্ব করছেন এখন বিশ্বজুড়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট