চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিজেকে সমকামী বললেন দ্যুতি

২০ মে, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

ভারতে সমকামিতাকে বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক ওই রায়ের পর সমকামিতাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হয় না সেদেশে। তারপরও ভারতের কোনো তারকা ক্রীড়াবিদ এতদিন পর্যন্ত নিজেকে সমকামী হিসেবে দাবি করেননি। সেই ধারা ভাঙলেন একশ মিটার দৌড়ে দেশের হয়ে রেকর্ড সৃষ্টিকারী নারী দ্যুতি চাঁদ। ২০১৮ সালের এশিয়া কাপে দুটো রৌপ্য পদক জিতেছেন এই দ্যুতি। ভারতীয় এই স্প্রিন্টার খোলাখুলিই জানিয়ে দিলেন, তিনি একজন সমকামী এবং উড়িষ্যায় তার নিজের শহরেই নারী সঙ্গী খুঁজে পেয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে দ্যুতি বলেন, ‘আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে আমার হৃদয়-সঙ্গী। আমি বিশ্বাস করি কে কার সাথে জীবন কাটাবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার রয়েছে। আমি সবসময়ই সমকামী সম্পর্কের অধিকারের পক্ষে কথা বলেছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট