চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আজ বঙ্গবন্ধু জাতীয় ফুটবলে ৪টি ম্যাচ জয়ের বিকল্প নেই চট্টগ্রামের

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২০ | ৩:১৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল আজ ফিরতি পর্বে ৪টি খেলা পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে কঠিন এক ম্যাচে বান্দরবান জেলা দলের বিরুদ্ধে বান্দরবানে গিয়ে খেলবে চট্টগ্রাম জেলা। এছাড়া রাঙ্গামাটিতে গিয়ে কক্সবাজার, নোয়াখালীতে গিয়ে ফেনী এবং খাগড়াছড়িতে গিয়ে খেলবে লক্ষীপুর জেলা। এদিকে চট্টগ্রাম বান্দরবান ম্যাচে যারা জিতবে তারা ২য় পর্বে অর্থাৎ কাপ পর্বের সেমিফাইনালে উঠে যাবে। যারা হারবে তারা চলে যাবে প্লেট পর্বের সেমিফাইনালে। দু-দলের চট্টগ্রাম পর্বের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল। কাজেই আজকের ম্যাচে চট্টগ্রামের জয়ের কোন বিকল্প নাই। একই অবস্থা স্বাগতিক বান্দরবান দলের।

তবে নিজেদের মাঠে খেলা হচ্ছে বিধায় বাড়তি সুবিধে পাবে বান্দরবান। কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে সে সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। এদিকে নিজস্ব প্রথম ম্যাচে কক্সবাজারে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় স্বাগতিক জেলা কক্সবাজার ২-০ গোলে সফরকারি রাঙ্গামাটি জেলা দলকে হারিয়েছিল। কাজেই আজ রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ফিরতি পর্বের ম্যাচে কক্সবাজার ড্র করতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে।

ফেনীতে অনুুষ্ঠিত খেলায় ফেনী জেলা ১-০ গোলে নোয়াখালী জেলাকে হারিয়েছিল। কাজেই আজ নোয়াখালীতে অনুষ্ঠিতব্য ম্যাচে ফেনী ড্র করলেই সেমিতে উঠে যাবে। একইভাবে লক্ষীপুরের ম্যাচে ২-০ গোলে জয় পাওয়া খাগড়াছড়ি দল আজ নিজেদের মাঠে ড্র করলেই ২য় পর্বে ওঠে যাবে। উল্লেখ্য ফেনী-নোয়াখালী’র মধ্যেকার জয়ী দল-ই চট্টগ্রাম – বান্দরবান ম্যাচের জয়ী দলের সাথে সেমিতে খেলবে আগামী ২৪ জানুয়ারী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট